২৪ ঘণ্টায় ২৩ করোনা রোগীর মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা  শনাক্ত হয়েছে ৮৬০ জনের।শনাক্তের হার ৩ দশমিক ২৪। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৯ জন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৫১০ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।  ৯৭ লাখ ৩১ হাজার ২৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৫ দশমিক ৯৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৬ হাজার ৭৪৪টি, পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৫৬৯টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ১২ জন। বিভাগের মধ্যে ঢাকার ৬ জন, চট্টগ্রামের ৭ জন, সিলেটের ৪ জন, রংপুরের ১ জন এবং ময়মনসিংহের ৪ জন। সরকারি হাসপাতালে ২০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর