প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

৩০ সেপ্টেম্বর ২০২১

আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার দিনগত) রাত দেড়টার দিকে উপজেলার চাড়াখালি এলাকার আলম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীদের দাবি, বাড়ির লোকজনকে মারধর করে ৭৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। আলম মোল্লা কুয়েত থাকেন।

আলম মোল্লার ছোট চাচা মনির মোল্লা জানায়, ঘরের পেছনের দরজা ভেঙ্গে ৫ জনের একটি ডাকাত দল ঘরের মধ্যে প্রবেশ করে। তারা ঘরে থাকা আলম মোল্লার ভাই আলমগীর মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী, মা, ছোট বাচ্চাকে মারধরসহ হাত ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে।এরপর তাদের কাছ থেকে আলমিরা ও সুকেজের চাবি নিয়ে টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে।

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. হালিম তালুকদার বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবুও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর