এভিয়েশন সেক্টরে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে

৩০ সেপ্টেম্বর ২০২১

এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগানো গেলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো.  মাহবুব আলী। বলেছেন, ২০১৭ সাল পর্যন্ত প্রায় দ্বিগুণ বেড়েছে দেশের এভিয়েশন মার্কেট। ১০ বছরে প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে যাত্রী ও কার্গো পরিবহন। আগামী ১৫ বছরে এ সেক্টরের প্রবৃদ্ধি প্রায় তিনগুণ হবে।

বৃহস্পতিবার যশোর বিমানবন্দরে এক অনুষ্ঠানে এ আশার কথা শোনান প্রতিমন্ত্রী মো.  মাহবুব আলী। ইউএস-বাংলা এয়ারলাইন্সের যশোর-চট্টগ্রাম এবং যশোর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান হয়, সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।

মাহবুব আলী বলেন,  গুরুত্ব দিয়ে এ খাতের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। খাতটি ধারাবাহিকভাবে বিকশিত হয়ে উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে।  আর উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে বাড়ছে দেশের আকাশ পথে সংযোগের পরিধি।কাজ চলছে সারাদেশে বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধি, কারিগরি ও জনদক্ষতা উন্নয়নসহ নিরাপদ বিমান চলাচল নিশ্চিতের।দেশের কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রফতানি করতে কার্গো উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর