সারাদেশে বাল্যবিয়ের শিকার হয়েছে ১৮৫ মেয়ে, বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে পাঁচটি।একই সময়ে নির্যাতনের শিকার হয়েছে ৫২৫ নারী ও মেয়েশিশু । আর ধর্ষণের শিকার হয়েছে ১১৭ নারী ও শিশু।সেপ্টেম্বর মাসের এ হিসাবটা বাংলাদেশ মহিলা পরিষদের। পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে প্রতিমাসেই এ হিসাব রাখে তারা। সেপ্টেম্বর মাসের এ সংক্রান্ত একটি প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করেছে সংগঠনটি।
বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, ভুক্তভোগী কন্যাশিশুর মধ্যে তিন জন দলবদ্ধ ধর্ষণ ও তিন জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। দুই জন ধর্ষণের কারণে আত্মহত্যা করে। ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়। শ্লীলতাহানির শিকার হয় একজন। তিন জন শিকার হয় যৌন নিপীড়নের, উত্ত্যক্তকরণের শিকার হয় একজন, অপহরণের শিকার হয় ২০ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৭ জন।বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ১০ জনকে।হত্যার চেষ্টা করা হয়েছে দুই জনকে আর রহস্যজনক মৃত্যু হয়েছে ১৫ জনের।
সংগঠনটির হিসাবে ভুক্তভোগী নারীদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৫৯ নারী, ৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়। শ্লীলতাহানির শিকার হয়েছে একজন, যৌন নিপীড়নের শিকার হয় ৫ জন। ২ জন অপহরণের শিকার ও দুই জনকে অপহরণের চেষ্টা করা হয়। নারী পাচারের শিকার হয়েছে চার জন। পাঁচ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২৩ জন। বিভিন্ন কারণে ৩৩ জনকে হত্যা ও ৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। চার জন সাইবার অপরাধের শিকার হয়েছে।
এমকে