লেনদেন বেড়েছে ২৩২ কোটি ৮৪ লাখ টাকা

০১ অক্টোবর ২০২১

আগের দিনের তুলনায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ২৩২ কোটি ৮৪ লাখ টাকা। তিন সূচকের মধ্যে সবগুলোর উত্থান ঘটেছে।কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দর। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৭১টির, বেড়েছে ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩৯টির।

তথ্যানুযায়ী ডিএসইএক্স সূচক ২৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে সাত হাজার ৩২৯ দশমিক ০৩ পয়েন্টে, ডিএসইএস সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯২ দশমিক ০৯ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ৭১০ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় দুই হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকা। বৃহস্পতিবার শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র ছিল লেনদেনে।

লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও দর বৃদ্ধির ক্ষেত্রে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড শীর্ষে ওঠে আসে- শেয়ার লেনদেন হয় ২০০ কোটি ৮৫ লাখ টাকার, দর বৃদ্ধি পায় ৮ দশমিক ৬৭ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর