কমেছে শনাক্ত ও মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

০১ অক্টোবর ২০২১

গত ২৪ ঘণ্টায়  দেশে করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে, আর বেড়েছে দৈনিক শনাক্তের হার।মারা গেছেন ২১ ও শনাক্ত হয়েছে ৮৪৭ জন। আগের ২৪ ঘণ্টায় মারা যায় ২৩ জন, শনাক্ত হয় ৮৬০ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ২৪ থাকলেও গত ২৪ ঘণ্টায় এ হার দাঁড়ায় তিন দশমিক ৪৩। স্বাস্থ্য অধিদফতরের বৃহস্পতিবার ও শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৫৩১ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৯৬। নমুনা পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৭৯৮টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৭০টি।  মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৯ জন। বিভাগের মধ্যে ঢাকার ৯ জন, চট্টগ্রামের পাঁচ জন, খুলনার চার জন এবং  একজন করে রাজশাহী, বরিশাল ও সিলেট মিলে তিন জন। সরকারি হাসপাতালে ১৭ জন এবং বেসরকারি হাসপাতালে চার জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর