জয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

০১ অক্টোবর ২০২১

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তুলনামূলক দূর্বল এ দলের সাথে ব্রুজোনের শিষ্যদের পারফরমেন্স আশানুরূপ ছিলো না। তাদের খেলায় মন ভরেনি ভক্তদের। ভালো ফুটবল উপহার দিতে না পারলেও কাজের কাজটি করেছেন তারা। ৫৬ মিনিটে তপু বর্মণের পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।

 

শুক্রবার বিকেল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার চেষ্টা করে যাচ্ছিল জামাল ভূঁইয়ারা। তবে গোলের তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। ৩৯ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেন রাকিব। বল নিয়ে বাঁ দিক থেকে দৌঁড়ে তিনজন শ্রীলঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ক্রস পাঠান। দৌঁড়ে এসে শট সেই বল নিতে যায় জুয়েল। কিন্তু তাকে পরাস্ত করে শ্রীলঙ্কার রক্ষণ ভাগ। ফলে কোনো গোলই পায় না বাংলাদেশ। এমন দাপুটে খেলেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ।

 

কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে ম্যাচে ৫৪ মিনিটে। পেনাল্টি শটে গোল করেন তপু বর্মন। এরপর বেশ কয়েকবার আক্রমণ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে জুয়েল রানার বদলি হিসেবে নামা সাদ উদ্দিনও বেশ কয়েকবার বক্সে ঢুকেছেন। কিন্তু শেষ পাসটা ঠিক না হওয়ায় গোল আর বাড়েনি।

 

এর পরের ম্যাচগুলো যথাক্রমে ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে। তাই নিশ্চিতভাবে বলা যায়- পরের ম্যাচ তিনটি আরও কঠিন হবে। জেমি ডেকে সরিয়ে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্রুজেনকে। তাকে নিয়োগের পর পাসিং ফুটবল আশা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও দর্শকরা। কিন্তু সে আশা পূরণ করতে পারেনি ব্রুজেনের শিষ্যরা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর