অভিশাপের হাত থেকে রক্ষা দুই স্কুলছাত্রীর

০১ অক্টোবর ২০২১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে দশম ও অষ্টম শ্রেণীর দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিয়ের দিন শুক্রবার তাদের বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে দুটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেন। প্রাপ্ত বয়স্ত না হওয়া পর্যন্ত নিজেদের মেয়ের বিয়ে দেবেন না- এমন মূচলেকা তাদের অভিভাবকদের কাছে থেকে নেয়া হয় এ সময়।

ইউএনও জানান, উপজেলার জিগিরমোল্লা গ্রামের শেখ ফরিদ উদ্দিন ও সিংগড়বুনিয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার তাদের অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন এদিন ৷ গোপন সূত্রে খবর তাদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।বাল্যবিয়ে প্রতিরোধে রামপাল উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইউএনও ৷

 

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর