তাসকিনের প্রশিক্ষক যখন মাশরাফি

০১ অক্টোবর ২০২১

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবুও যেন ক্রিকেট থেকে দূরে থাকতে পারছেন না। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কালই বিশ্বকাপের জন্য ওমানের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে জড়ো হয়েছিলেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। তাদের প্রশিক্ষন দেখতে এবং পরামর্শ দিতে ছুটে আসেন তিনি। তিনি আর কেউ নন বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

 

বিশ্বকাপের আগে তাসকিন আহমেদ-সৌম্য সরকারদের নানা কৌশলের টোটকা দিলেন সাবেক এই অধিনায়ক। শেরেবাংলার সেন্টার উইকেটে লম্বা সময় ধরে তাসকিনকে বোলিংয়ের কৌশল দেখালেন মাশরাফী। কোথায় বল ফেলতে হবে, কীভাবে কাটার করতে হবে, কোন কৌশলে বল করলে বেশি সাফল্য আসবে এসব নিয়ে লম্বা ক্লাস নেন তাসকিনের।

 

ব্যস্ততার মাঝে মাশরাফীর কাছ থেকে কিছু সময় পেয়ে উচ্ছ্বসিত তাসকিন। অনুশীলন শেষ করে সেই তৃপ্তির কথাই শোনালেন তাসকিন, “ভাইয়াকে (মাশরাফী) বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। আমার পেস, সুইংয়ের উন্নতি হচ্ছে, কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ারের উন্নতি করতে চাই। ভাইয়াকে বললাম, তিনি এসে কিছু গ্রিপ দেখালেন এবং বললেন, ‘একেক জনের অ্যাকশন একেক রকম হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পার।’ আমার কাছে ভালো লাগল, কিছু কাটারের গ্রিপ দেখিয়েছেন। আশা করি এইগুলো প্রয়োগ করলে ফল হবে।”

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর