লাল শাড়িতে সুহানার ঝলক

১৭ ফেব্রুয়ারী ২০২২

এবার লাল শাড়ি পরে নেট দুনিয়ায় ঝড় তুললেন সুহানা। সাধারণত পশ্চিমা পোষাক পরে ছবি শেয়ার করেন শাহরুখ কন্যা। কিন্তু এবার লাল শাড়ি পরে এলেন দর্শকদের সামনে। ভারতীয় সাজে মণীশ মালহোত্রার শাড়িতে ভক্তকুলকে চমকে দিলেন শাহরুখ-গৌরী খানের কন্যা সুহানা খান। লাল রঙের শাড়ি ও হাতা কাটা ব্লাউজে সুহানার সাজ। ইতোমধ্যে সেটি ভাইরাল নেটমাধ্যমে।

 

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ অধ্যয়নরত শাহরুখ তনয়া সুহানার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ২৪ লাখেরও বেশি। মাঝেমধ্যেই বলিউডে তার পা রাখা নিয়ে গুঞ্জন শোনা গেলেও বর্তমানে পড়াশোনার সূত্রে অধিকাংশ সময় আমেরিকাতেই থাকেন সুহানা। সম্প্রতি মুম্বাইতে ফিরেছিলেন তিনি।

 

রুপালি কানের দুল ছাড়া অন্য কোনো ভারী গয়না ছাড়াই লাল জর্জেটের শাড়িতে যেভাবে নিজেকে মেলে ধরেছেন সুহানা, তাতে ভক্তদের পাশাপাশি মজেছেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রা নিজেও।

 

আরআই


মন্তব্য
জেলার খবর