জানুয়ারি-সেপ্টেম্বর, চলতি বছরের এ ৯ মাসে বিভিন্নভাবে নির্যাতন, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন ১৫৪ সাংবাদিক, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন। পেশাগত দায়িত্ব পালনকালে এমন পরিস্থিতির মুখোমুখি পড়েন তারা। শুক্রবার নিজেদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
১০টি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালের সংবাদ ও নিজেদের সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনটিতে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু, ক্রসফায়ার, নারী শিশু নির্যাতন, সীমান্ত সংঘাত, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন পরিস্থিতিও তুলে ধরা হয়েছে।
আসক তাদের প্রতিবেদনে জানায়, নির্যাতিত সাংবাদিকদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আট জন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরেদের হাতে ১৪ জন, স্থানীয় পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১৩ জন, হেফাজতে ইসলামের ডাকা হরতালে ১৩ জন; ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় প্রভাবশালী মহল ও সন্ত্রাসীদের দ্বারা ১০৬ জন ।
আসকের হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে এবং ‘ক্রসফায়ারে’ ৪৮ জন মারা গেছেন। কারাগারে অসুস্থতাসহ বিভিন্ন কারণে মারা যান ৬৭ জন। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন আড়াই হাজারের বেশি নারী। ১০১ নারী যৌন ও ৫২৭ নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। ৩৮ জন গৃহকর্মী নির্যাতন ও হত্যার শিকার হন। হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ৬৩৬ শিশু। হিন্দু সম্প্রদায়ের ১০২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিমা, মন্দির ও পারিবারিক পূজামন্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ৭৮টি। ভারত সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনীদের হাতে নিহত হয়েছেন ১১ জন। রাজনৈতিক সহিংসতা ঘটেছে ৩২১টি। এসব ঘটনায় নিহত হয়েছেন ৬৪ জন,আহত হয়েছেন ৪ হাজার ৪০৫ জন।
এমকে