করোনার টিকা নিয়ে বিভ্রান্তিকর সব ভিডিও সরাবে ইউটিউব

০১ অক্টোবর ২০২১

অনেকে না জানার কারণে, আবার অনেকে উদ্দেশ্য মূলকভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে করোনাভারাসের টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। এ ধরনের ভুল তথ্য সম্পির্কিত সকল ভিডিও সরানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এর পাশাপাশি টিকাবিষয়ক অসত্য কোনো তথ্য প্রচার করা হলে, নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

ইউটিউব জানিয়েছে, অনুমোদিত টিকাগুলো বিপজ্জনক ও অটিজম, ক্যানসার বা বন্ধ্যাত্ব সৃষ্টি করে—এমন বার্তা দেওয়া ভিডিওগুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে। নতুন নীতিমালায় টিকার বিরুদ্ধে প্রচারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করাও অন্তর্ভুক্ত থাকছে।

 

কোভিড টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়ানো কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির পর, গত বছর থেকে এ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে এক লাখ ৩০ হাজার ভিডিও সরানো হয়েছে বলে দাবি করেছে ইউটিউব।

 

এ ছাড়া টিকা সম্পর্কিত ব্যক্তিগত সাক্ষ্য, টিকাবিষয়ক নীতিমালা সম্পর্কিত বিষয়বস্তু, নতুন টিকার পরীক্ষা এবং টিকারর সফলতা বা ব্যর্থতা সম্পর্কিত ইতিহাস ভিত্তিক ভিডিও ইউটিউব থেকে সরানো হবে না বলে জানানো হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর