সাধারণ ঘরের ছেলেকেই বিয়ে করছেন রাজকুমারী

০১ অক্টোবর ২০২১

জাপানের সম্রাট নারুহিতোর ২৯ বছর বয়সী ভাতিজি মাকো ২৬ অক্টোবর তার বাগদত্তা কিই কুমুরোকে বিয়ে করতে যাচ্ছেন।

রাজপরিবারের মেয়ে হয়েও সাধারণ ঘরের ছেলে একসময়ের সহপাঠী কুমুরোকে বিয়ে করে রাজকীয় পদবী ত্যাগ করতে যাচ্ছেন রাজকুমারী।

বিয়ের পর দুজনই যুক্তরাষ্ট্রে থাকা শুরু করবেন বলে অনুমান করা হচ্ছে। কুমুরো সেখানে আইন পেশায় কর্মরত।

নিউ ইয়র্ক টাইমস


মন্তব্য
জেলার খবর