আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ২০ দলীয় জোট ছেড়েছে খেলাফত মজলিস।দলটির নীতিনির্ধারকদের সিদ্ধান্ত ও ২০ দলীয় জোটের দৃশ্যত নিস্ক্রিয়তা জোট ছাড়ার কারণ দলটির। শুক্রবার দলটির মজলিসে শুরার বৈঠক শেষে দলের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। রাজধানীর পুরানা পল্টনের সীগাল রেস্টুরেন্টে এ বৈঠক হয়।
খেলাফত মজলিশের জোট ত্যাগের আগে এ জোট ছেড়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোটসহ আরো কয়েকটি দল। বাধার পর থেকেই এ জোটের নেতৃত্ব দিয়ে আসছে বিএনপি।
আমির মাওলানা মুহাম্মদ ইসহাক সংবাদ সম্মেলনে জানান, তাদের রাজনৈতিক কর্মকৌশল সাংগঠনিক প্রক্রিয়ায় সময়ে সময়ে পর্যালোচনা করা হয়, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। তিনি জানান, ২০১৯ সালের ২৫ জানুয়ারি শুরার অধিবেশনে সিদ্ধান্ত হয়- পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত জোটের কার্যক্রমে অংশ নেবেন না তারা। এ সময়ে রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যত রাজনৈতিক কোনো তৎপরতা ও কর্মসূচি নেই। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকরও করা হয় জোটটিকে। এমতাবস্থায় আগের শুরা অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী আজকের (শুক্রবার) অধিবেশনে সিদ্ধান্ত হয়- এখন থেকে ২০ দলীয় জোটসহ সব রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে তারা। সেই সঙ্গে স্বকীয়-স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে তারা। সংবাদ সম্মেলনে আমিরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসেন।
এমকে