নিজেকে ভাঙতে পারবো : পরীমণি

০২ অক্টোবর ২০২১

নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, ‘এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।’

নতুন সিনেমাটিতে ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের ঘটনা দেখা যাবে। এতে সেই অসহায় মায়ের চরিত্রে থাকছেন পরীমণি।

জেল থেকে বেরিয়ে পরীমণি জানিয়েছিলেন, 'আমি ভেঙে পড়ার মেয়ে না। ভেঙে পড়লেও তো উঠে দাঁড়াব। আমাকে যারা চেনেন, তারা জানেন, আমি কেমন। আমি এখন দ্রুত কাজে ফেরার অপেক্ষা করছি।'

 


মন্তব্য
জেলার খবর