ভারতে ৯ মাসে ৯৯ বাঘের মৃত্যু

০২ অক্টোবর ২০২১

ভারতে ২০২১ সালের প্রথম নয় মাসে শিকার, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ৯৯টি বাঘ মারা গেছে। 

মধ্যপ্রদেশের ৫২৬টি বাঘের মধ্যে কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সূত্রাপুর, পান্নায় ৩২টি বাঘের মৃত্যু হয়েছে।

একই সময়ে মহারাষ্ট্রে মারা গেছে ২০টি এবং কর্ণাটকে ১৫টি। 

টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর