গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৪ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৮৯ জনের। শনাক্তের হার ৩ দশমিক ৪১। সুস্থ হয়েছেন ৭৪১ জন। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৫৫৫ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৭৩ হাজার ২৪৪টি। শনাক্তের হার ১৫ দশমিক ৯৩।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৪১৫টি,পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৮৩টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ জন,নারী ৯ জন। এর মধ্যে ১৪ জন ঢাকার, চারজন চট্টগ্রামের ও দুইজন রংপুরের, একজন করে খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ মিলে ৪ জন। সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।
এমকে