মদদ দেয়াসহ বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো যাবে না

০২ অক্টোবর ২০২১

দলের সবপর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে  মদদ দেয়া ও তার পক্ষে প্রচারণা চালানো থেকে বিরত থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন. দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করতে।শনিবার রাজধানী ঢাকায়  সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে বদ্ধপরিকর, এ বিষয়ে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। 

নির্বাচন থেকে বিএনপির সরে দাঁড়ানো প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, ভরাডুবির আশংকা থেকেই সরে দাঁড়িয়েছে তারা। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমন আশংকা আগেই পেয়ে বসেছে তাদের। ভরাডুবির ভয়েই এখন তারা নির্বাচন বিমুখ। রাজপথ ও ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকে সীমাবদ্ধ রেখেছে।  

নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, বিএনপিও জানে এটা মীমাংসিত বিষয, উচ্চ আদালতের রায়ের আলোকে তত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। তাই মীমাংসিত বিষয় নিয়ে অযথা মাঠ গরম না করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর