ভাইকে মারধর, বোনের শ্লীলতাহানি

০২ অক্টোবর ২০২১

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে চোর অপবাদ দিয়ে ইমরান নামের এক যুবককে  মারধর করা হয়েছে। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসলে তার বোনকেও মারধরসহ শ্লীলতাহানি করা হয়েছে। মারধরে গুরুত্বর আহত হওয়ায় ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বোন। শুক্রবার সকাল ১১টার দিকে নিজামিয়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিখিত  অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

ইমরান হোসেন ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তার আহত বোনের নাম ফাতেমা। স্থানীয়রা জানান, ইমরান হোসেনকে চোর অপবাদ দেয় একই এলাকার সিদ্দিক বিশ্বাস। এনিয়ে বাকবিতণ্ডার জেরে ঘটনার সময় ইমরানের ওপর অতর্কিত হামলা চালায় সিদ্দিক বিশ্বাস গং। প্রতিপক্ষের প্রভাবের কারণে ইমরানকে প্রথমে রাজাপুর, পরে বরিশাল শের-ই বাংলা  ও শেষে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরু মিয়া জানান, স্থানীয় দু’জন গন্যমান্য ব্যক্তিকে বিষয়টি মিমাংসার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তারা সমাধানের চেষ্টা করছেন। দ্রুতই এর সমাধান করা সম্ভব হবে।  রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিজামিয়া গ্রামে হামলার ঘটনায় একটি অভিযোগ এসেছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবু সায়েম আকন/এমকে

 


মন্তব্য
জেলার খবর