মন্তব্য
মালয়েশিয়ার পেরাক ও সাবাহ রাজ্যে চলাফেরা নিয়ন্ত্রণে ইনহ্যান্সড মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (ইমসিও) ঘোষণা করা হয়েছে।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামি ৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পেরাক রাজ্যের তানজুং রামবুতানের কাম্পুং ওরাং আসলি চাদাক ইমসিও এর আওতায় থাকবে।
৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সাবাহ’র রানাউয়ের কাম্পুং মোকোদৌতে চলাফেরা নিয়ন্ত্রণে ইনহ্যান্সড মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (ইমসিও) এর আওতায় থাকবে।