কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর, উত্থান দেখা গেছে সূচকের। আর আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন পরিস্থিতি ছিল এমনই।
ডিএসইর দিকে তাকালে দেখা যায়, ৩৭৭টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৬২টির, বেড়েছে ১৩৯টির এবং বাকি ৭৬টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৬ দশমিক ৯২, ডিএসইএস ১ দশমিক ২০ ও ডিএস-৩০ ৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে। দিন শেষে ডিএসইএক্স সাত হাজার ৪৩ দশমিক ৬৯, ডিএসইএস এক হাজার ৫২১ দশমিক ২১ ও ডিএস-৩০ দুই হাজার ৫৯৮ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসে তুলনায় লেনদেন কমেছে ১৭ কোটি ৪২ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকা।
বুধবার লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে আসে,১৩৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে স্টাইলক্রাফট লিমিটেড।
ডিএসএইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। একই চিত্র দেখা গেছে সিএসইতে। সিএসইতে ৩০৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৪৫টির, বেড়েছে ১১৮টির এবং ৪৫টির অপরিবর্তিত ছিল। প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৮৬ দশমিক ৯৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৩৪ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৩০ কোটি ৯৯ লাখ টাকার।
এমকে