মন্তব্য
সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ করোনাভাইরাসের দুই ডোজ এবং ৮৫ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণের হারে যা বিশ্বে সর্বোচ্চ।
তারপরও সিঙ্গাপুরে গত ২৮ দিনে যে ৩১ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের ৯৮.২ শতাংশের দেহেই কোনো লক্ষণ ছিল না।
এমতাবস্থায় সরকার পুনরায় বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। কঠোর এই বিধিনিষেধের মধ্যে রয়েছে প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, অফিসে ৫০ শতাংশ কর্মচারী থাকার পরিবর্তে আবার বাড়ি থেকে কাজ করা এবং ১২ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীদের জন্য যেকোনো ধরনের ক্লাস স্থগিত রাখা।