মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মেরিন ফিশারিজ একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।
পদের নাম ও সংখ্যা:
১. ড্রাফটসম্যান পদে ১ জন, বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা। প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস এবং দুই বছর মেয়াদি ট্রেডকোর্স পাস হতে হবে।
২. অফিস সহায়ক পদে ১ জন, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা। প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।
২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও মেরিন ফিশারিজ একাডেমির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে। অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম-৪০০০ বরাবর ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসে/ সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
আরআই