সুয়ারেজের অ্যাথলেটিকোর কাছে বার্সার হার

০৩ অক্টোবর ২০২১

বার্সালোনা থেকে আর্জেন্টাইন তারকা মেসির বিদায়ের পর খারাপ সময় পার করছে। ব্যর্থতার বৃত্তে যেন আটকে গেছে। স্প্যানিশ লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ—কোনো মঞ্চেই আলো ছড়াতে পারছে না কাতালান ক্লাবটি। শনিবার অ্যাথলেটিকো মাদ্রিদের কাছেও পাত্তা পেল না। তুমা লিমাঁ ও লুইস সুয়ারেজের গোলে বার্সেলোনাকে ২-০ গোলে হারাল অ্যাথলেটিকো মাদ্রিদ।

 

দল হারলেও মাঠে দাপটের সাথে খেলেছে বার্সেলোনা। বল দখলে রেখেছিল বার্সার ফুটবলাররাই। পুরো ম্যাচে ৭০ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেছিল। আবার গোলে শটও বেশি করেছে তারা। গোলে মোট ৯টি শট করেছে, যার ২টি ছিল সঠিক লক্ষে। আর প্রতিপক্ষ অ্যাথলেটিকো ছয় শটের তিনটি ছিল লক্ষ্যে। যার দুটিতেই গোল তুলে নিয়েছে ক্লাবটি।

 

ম্যাচের ২৩ মিনিটে দলকে এগিয়ে নেন তুমা। ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। মাঝমাঠের অনেক আগে থেকে এবারও দুই পাসে গড়া আক্রমণে বল জালে পাঠান উরুগুয়ে তারকা।

 

চলতি লিগে আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে আছে এক নম্বরে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর