২৪ ঘণ্টায় ১৮ করোনা রোগীর মৃত্যু

০৩ অক্টোবর ২০২১

দেশে  করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন । নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬১৭ জনের। শনাক্তের হার দুই দশমিক ৯০। করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১১২ জন। রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৫৭৩ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৯১।  নমুনা পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ১৬০টি,পরীক্ষা হয়েছে ২১ হাজার ২৪৬টি। মারা যাওয়াদের মধ্যে নারী ও পুরুষ সমান- ৯ জন করে। বিভাগের মধ্যে  সাত জন করে ঢাকা ও চট্টগ্রাম মিলে ১৪ জন এবং দুই জন করে রাজশাহী ও খুলনার চার জন। সরকারি হাসপাতালে  ১৫ জন আর বেসরকারি হাসপাতালে তিন জন মারা গেছেন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর