এবার শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ ঘিরে বা মণ্ডপের আশেপাশে কোনো মেলা বসানো যাবে না। মাস্ক যথাযথভাবে পরিধানসহ করোনার সম্পর্তি স্বাস্থ্যবিধি মেনেই আরাধনা ও প্রতিমা বিসর্জন দিতে হবে। আর মণ্ডপের কাছাকাছি সব মসজিদে আজান ও নামাজের সময় পূজার সব কর্মকাণ্ড বিরতি রাখতে হবে। পূজাটি চলাকালে এমন বেশ কয়েকটি নির্দেশনা প্রতিপালন করতে হবে পূজার মণ্ডপ কমিটিকে। রোববার দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এমন নির্দেশনা প্রতিপালনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সভায় নেয়া আরো সিদ্ধান্তের মধ্যে রয়েছে- মণ্ডপে প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার ও ক্ষেত্রবিশেষে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। থার্মাল স্ক্যানার রাখতে হবে, মণ্ডপে আসা কারো শরীরের তাপমাত্রা বেশি থাকলে মণ্ডপে ঢুকতে দেয়া যাবে না।পূজামণ্ডপে বাজি ও পটকা ফোটানো যাবে না। গ্রহণ করা যাবে না মাদক, চলবে না হাউজি ও জুয়া।
সভায় জানানো হয়, এবার সারাদেশে ৩১ হাজার ১৩৭টি মণ্ডপে এ পূজা উদযাপিত হবে। পূজা ঘিরে নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, পূজা চলাকালে পুলিশি টহল জোরদার থাকবে। যে কোনো অপতৎপরতা চোখে পড়লেই তাৎক্ষনিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। সভায় পুলিশের আইজি ড. বেনজীর আহমেদসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
এমকে