বাল্যবিয়ে বন্ধে পাত্র-পাত্রীর বয়স যাচাইয়ের প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে- জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে কাজী নিজের ও পাত্র-পাত্রীর তথ্য ইনপুট দেয়ার মাধ্যমে বিয়ের ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ গ্রহণের পদ্ধতি চালু করতে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়।সংসদ ভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।
প্রস্তাবটি দেন ‘স্ট্রেংদেনিং পার্লামেন্ট’স ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেটেড পপুলেশন ইস্যু ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি) প্রকল্পের সদস্য আ স ম ফিরোজসহ এসপিসিপিডির সদস্যরা। বাল্যবিয়ে বন্ধে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গ টেনে এ প্রস্তাব দেয়া হয়। বাল্যবিয়ে বন্ধে গ্রামভিত্তিক সচেতনতা কার্যক্রম চালু করারও প্রস্তাব দেন তারা। সংসদীয় কমিটি প্রস্তাবনাগুলো আমলে নিয়েছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানা গেছে। বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং বেগম রুমানা আলী অংশগ্রহণ করেন।
এমকে