ইসির ওপর মানুষের আস্থা শূন্যের কোটায়

০৩ অক্টোবর ২০২১

এখন নির্বাচন কমিশন (ইসি)’র  ওপর দেশের মানুষের আস্থা শূন্যের কোটায় পৌঁছে গেছে বলে মনে করছেন জাতীয় পার্টি (জাপা)’র চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় থাকা সব দলই দলীয় স্বার্থে  নির্বাচন কমিশনকে  ব্যবহার করেছে। রোববার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক সভায় এমন মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা।

জিএম কাদের জানান, দেশে সাংবিধানিকভাবেই একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে,  রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রায় নব্বই ভাগই এক ব্যক্তির হাতে ন্যস্ত। তাই  কোনোভাবেই বর্তমান সরকার ব্যবস্থাকে গণতান্ত্রিক বলা যায় না। ১৯৯১ সালের পর রাষ্ট্র ক্ষমতায় থাকা কোনো দলই  দেশের মানুষকে দেখানো স্বপ্ন  বাস্তবায়ন করতে পারেনি- যোগ করেন জাপা চেয়ারম্যান।

সভায় আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য এমএম নিয়াজ উদ্দিন, জহিরুল হক জহির, ভাইস চেয়ারম্যান শেখ মো. আলমগীর হোসেন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর