বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত-৫

০৩ অক্টোবর ২০২১

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে মুষলধারে বৃষ্টিপাতের সময় পৃথক স্থানে বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫ জন। রোববার সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী হাজীপাড়া গ্রামে ও পড়া সরমজানী ইউনিয়নের লতিব চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই যুবক হলেন- হাজীপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে রবিউল ইসলাম(৩০) ও লতিব চাপড়া গ্রামের উত্তরপাড়ারআমিনুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম(২৭)। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলবাজার এলাকায় বজ্রপাতে আক্রান্ত হন ও ঘটনাস্থলেই মারা যান রবিউল ইসলাম।নিজের মেয়েকে সকালে ফকিড়পাড়াস্থ স্কুলে পৌঁছে দিয়ে সেখান দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অপর দিকে নিজের বাড়ির পাশে আমন ধান ক্ষেতে কাজ করছিলেন আশরাফুল ইসলামসহ ৬ জন। এ সময় বজ্রপাত হলে সেখানেই মারা যান তিনি। বাকি ৫জন আহত হন।সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, মারা যাওয়া দু’জনের পরিবারকে তাদের দাফন সম্পন্ন করতে দশ হাজার করে বিশ হাজার টাকা দেয়া হয়েছে।

 

মহিনুল ইসলাম সুজন/এমকে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর