মাদককারবারির যাবজ্জীবন কারাদণ্ড

০৩ অক্টোবর ২০২১

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মিঠু বিশ্বাস (৩২) নামের এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। সাক্ষ্য প্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় এ দন্ডাদেশ দেয়া হয়। মিঠু যশোরের কোতয়ালী থানার আড়পাড়া এলাকার আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।

 
মামলার বিরবণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে মিঠু বিশ্বাসের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিঠুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  হয়।

 

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর