রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের বীর মুক্তিযোদ্ধা আ. ছালাম সিকদারের দাফন রোববার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। উপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের আলহাজ্ব মুনসুর আলী দাখিল মাদরাসার মাঠে নামাজে জানাজার পূর্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।তার আগে শনিবার ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মৃত্যুকালে এ বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭১ বছর, তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। আ. ছালাম সিকদার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজাপুর উপজেলার প্রথম সভাপতি হিসেবে স্থানীয়ভাবে তৎকালীন আইয়ুব খান সরকার বিরোধী ৬৯ গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন। এ ছাত্র নেতার সমন্বয়ে স্থানীয় পর্যায়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদও গঠন হয়।
আবু সায়েম আকন/এমকে