মন্তব্য
আজ অথবা কাল যুক্তরাষ্ট্র সরকারকে অবশ্যই তালেবানকে স্বীকৃতি দিতে হবে। তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টার্কিস রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশনকে (টিআরটি) দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, গত ১৫ আগস্ট আফগানিস্তান তালেবানের দখলের যাওয়ার পর যুক্তরাষ্ট্র হতবাক হয়ে গেছে। তারা কিছুটা বিভ্রান্তির মধ্যে আছে। মার্কিন জনগণ একটি বলির পাঠা খুঁজছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তানের রিজার্ভ ব্যবহারের অনুমতি না দেয় তবে দেশটি ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়বে। তাই যুক্তরাষ্ট্রকে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।