শেষ চারে টিকে থাকতে হলে জেতার বিকল্প ছিল না কোলকাতা নাইট রাইডার্ডের। এমন সমীকরণে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দলটি। আইপিএলের আরব আমিরাত পর্বে সাকিব আল হাসানকে বাইরে রেখেই পাঁচটি ম্যাচ খেলে ফেলেছিল কলকাতা। রোববার প্রথমবার একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত খেলেছেন তিনি। সাকিবের দুর্দান্ত বোলিং ফিল্ডিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে কোলকাতা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দারাবাদ। কোলকাতার বোলিং তাণ্ডবে বড় স্কোর গড়েত পারেনি তারা। ১১৫ রানে থামে দলটির স্কোর। এই রান করতে গিয়ে ৮ উইকেট হারা। সাকিব ৪ ওভার বল করে ২০ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করা অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া এছাড়া আব্দুল সামাদ করেন ২৫ রান।
১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবধানী সূচনা করে কোলকাতা। উদ্বোধনী জুটিতে ২৩ রান তোলেন দুই ওপেনার শুভমন গিল ও ভেঙ্কাটেশ আইয়ার। ১৪ বল মোকাবিলা করে ৮ রান করে জেসন হোল্ডারের বলে বিদায় নেন আইয়ার। রশিদ খানের শিকার হওয়া রাহুল ত্রিপাঠিও সুবিধে করতে পারেননি। বিদায় নেন ৭ রান করেই।
তৃতীয় উইকেট জুটিতে নিতীশ রানার সঙ্গে ৫৫ রানের জুটি গড়েই জয়ের ভীত গড়ে দেন গিল। তরুণ এই ওপেনার শেষ অবধি ৫১ বলে ১০ চারের সাহায্যে ৫৭ করে সিদার্থ কৌলের বলে আউট হন। রানা হোল্ডারের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ২৫ রানে ফেরেন। তবে শেষ দিকে ১২ বলে অপরাজিত ১৮ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক।
কলকাতা বোলারদের মধ্যে টিম সাউদি, শিভাম ডুবে ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট পান। এ জয়ে পয়েন্ট টেবিলের চারেই রইল কলকাতা। ১৩ ম্যাচে ৬ জয় ও ৭ হারে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া হায়দ্রাবাদ ১২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।
আরআই