২১ বছর পর বায়ার্ন মিউনিখকে নিজেদের মাঠে হারিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। বুন্দেসলিগায় রবিবার আলিয়াঞ্জ অ্যারেনায় দলটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা।
ঘরের মাঠে দাপট দেখিয়েই খেলা শুরু করেছিল বায়ার্ন। বলও নিজেদের দখলে রেখেছিল। আধিপত্য দেখিয়েই ম্যাচের ২৯তম মিনিটে রবার্ট লেভান্ডস্কির থ্রু বল ধরে বায়ার্নকে এগিয়ে নেন লেয়ন গোরেটস্কা।
ফ্রাঙ্কফুর্টও থেমে থাকেনি। বায়ার্নের ঠিক দুই মিনিট পরই জোরালো হেড করে গোলে বল ঢোকান ফ্রাঙ্কফুর্টের অধিনায়ক মার্টিন হিন্টেরেগের। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদলই হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে। নির্ধারিত সময়ের ঠিক সাত মিনিট আগে ফ্রাঙ্কফুর্টের জয়সূচক গোলটি করেন ফিলিপ কোস্তিচ।
এই হারের ফলে ২০১৯ সালের নভেম্বরের পর ঘরের মাঠে হারল বায়ার্ন। এবারে বুন্দেসলিগায় প্রথম। আর ফ্রাঙ্কফুর্ট পেল প্রথম জয়।
আরআই