অচল হাত, পায়ে লিখেই ভর্তি পরীক্ষা দিলেন শেরপুরের সুরাইয়া

০৪ অক্টোবর ২০২১

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

জন্ম থেকেই অচল হাত, ভাষার অস্পষ্টতায় ভাববিনিময় করেন চোখের ইশারায়।বাঁচার কথা ছিল পরিবার আর সমাজের বোঝা হয়ে।কিন্তু এগুলো বাধা হয়ে দাঁড়াতে পারেনি সুরাইয়ার স্বপ্ন পূরণে।সুস্থ আর স্বাভাবিক শারীরিক গঠনের মেধাবীদের মতোই নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তিনি। সেই স্বপ্ন পূরণেই অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। পরীক্ষার খাতায় উত্তর লিখতে হাতের পরিবর্তে চলেছে তার পা। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

সুরাইয়ার গ্রামের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলা আন্ধারিয়া সুতিরপাড় গ্রামে। তার বাবা মাওলানা মো: ছফির উদ্দিন শেরপুর সদরের আন্ধারিয়া সুতিরপাড় দাখিল মাদ্রাসার সুপার।

২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। তিনি এ পরীক্ষা দেন বিশ্ববিদ্যালয়টির ময়ময়সিংহ বিভাগের কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের ল্যাবরেটরির কক্ষের মেঝেতে বসে।তার আগে নিজের মাকে সঙ্গে নিয়ে শেরপুর থেকে এ কেন্দ্রে আসেন সুরাইয়া।

সুরাইয়া ২০১৮ সালে শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীতে একইভাবে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হন। ২০২০ সালের এইচএসসিতে জিপিএ ৪.০০ পেয়েছেন। সুরাইয়ার মা মুর্শিদা বলেন, সুমাইয়া পরিবারের তিন মেয়ের মধ্যে সবার বড়। প্রতিবন্ধি হওয়ার কারণে আমরা কখনো মন খারাপ করিনি। বরং প্রতিবন্ধকতা দূর করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। মেয়েকে নিয়ে আজকের এ অবস্থানে আসার পেছনের গল্পটাও অনেক সংগ্রামের। আমি চাই- আমি যতদিন বেঁচে আছি, ততদিন তার এগিয়ে যাওয়ার পথে সঙ্গী হয়ে থাকব। আমার আশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হবে এবং একদিন বড় অফিসার হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর