বেড়েছে সূচক, কমেছে লেনদেন

০৪ অক্টোবর ২০২১

দিন শেষে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন সূচকের সবগুলোরই উত্থান হয়েছে।তবে আগের দিনের তুলনায় কমেছে লেনদেন- ৬৩ কোটি পাঁচ লাখ টাকা।শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২১৬টির, বেড়েছে ১০৯টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৫১টির।

তথ্য বলছে, ডিএসইএক্স   সূচক ২৭ পয়েন্ট বেড়ে সাত হাজার ৩৫৬ দশমিক শূন্য চার পয়েন্টে, ডিএসইএস সূচক এক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৩ দশমিক ৯৭ পয়েন্টে ও  ডিএস ৩০ সূচক ৩১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ৭৪১ দশমিক ৭১ পয়েন্টে  অবস্থান করে। লেনদেন হয় দুই হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকা।

রোববার শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্রই দেখা গেছে লেনদেনে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও দর বৃদ্ধিতে ফরচুন শুজ লিমিটেড শীর্ষে ওঠে আসে। শেয়ার লেনদেন হয় ১২৯ কোটি তিন লাখ টাকার ও দর বৃদ্ধি পায় ৯ দশমিক ১৭ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর