শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রায় ৫শ’ মিটার লম্বা চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পোড়ানোর আগে স্থানীয় বগাডুবি বিল থেকে এ জাল জব্দ করা হয়। এ জালের আনুমানিক দাম ১ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর ইউনিয়নের বগাডুবি বিলে স্থানীয় জেলেরা চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছেন- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন বিলটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জাল জব্দ করেন। জাল পোড়ানোর সময় নলকুড়া, গৌরীপুর, ধানশাইল ও ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন বলেন, সব প্রকার কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে মাছ শিকার বে-আইনি। সরকারের নির্দেশেনা বাস্তবায়নে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।
তারিকুল ইসলাম/এমকে