মন্তব্য
ফিলিস্তিনের আল মুজাইদিলের বাসিন্দা জিহাদ মোহাম্মদ আবদাল্লাহ বাট্টু ৮৫ বছর বয়সে ইসলামিক স্টাডিজ বিষয়ে কাফর বারার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
১৯৪৮ সালে নাকাবার ঘটনার সময় বাট্টু পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এর পর আর পড়ার টেবিলে বসেননি। ফের পড়াশোনা শুরু করে দীর্ঘ পরিশ্রমের পর পবিত্র কোরআন হিফজ করেন। এরপর অর্জন করলেন স্নাতক ডিগ্রি।
মিডলইস্ট আই