জর্ডানের বাদশাহর গোপন সম্পদ!

০৫ অক্টোবর ২০২১

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন গোপনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের পাহাড় গড়েছেন। প্যান্ডোরা পেপারস অনুসারে তার এ গোপন সম্পদের পরিমাণ ১০ কোটি ডলারের বেশি।

ক্যারিবীয় অঞ্চলে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অফশোর কোম্পানিগুলোর একটি নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ১৫টি বাড়ি কিনেছেন। এর মধ্যে মালিবু, ক্যালিফোর্নিয়া, লন্ডন ও আস্কটে তিনটি মহাসাগর ভিউয়েও তার অন্তত ৫ কোটি ৭০ লাখ ডলারের সম্পত্তি রয়েছে।

মালিবু শহর সেলিব্রিটিদের বিলাসবহুল বাড়ির জন্য বিখ্যাত। সেখানে সৈকতে চাকচিক্যময় হোটেলের মতো বাদশাহর ২৬ কক্ষের বাড়িটি সবার দৃষ্টি কাড়ে।

বিবিসি


মন্তব্য
জেলার খবর