মন্তব্য
২০১৩ সালে বিখ্যাত ব্লারস লাইনস গানের মিউজিড ভিডিও’র শুটিংয়ের সময় সংগীতশিল্পী রবিন থিক কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন মার্কিন সুপারমডেল এমিলি রাতাজকোভস্কি।
রবিন অনুমতি ছাড়াই এমিলির শরীর অযথাচিত স্পর্শ করেন বলে প্রকাশিতব্য ‘মাই বডি’-বইয়ে অভিযোগ করেছেন ৩০ বছর বয়সী সুপারমডেল এমিলি রাতাজকোভস্কি।
এমিলি বলেন, ‘আমার সাথে শুটিং করার আগে রবিন মাতাল হয়ে এসেছিলেন। কোথাও থেকে আমি একজন অপরিচিত ব্যক্তির হাতের শীতল স্পর্শ অনুভব করলাম। আমি স্বভাবতই সরে গেলাম এবং রবিন থিকের দিকে ফিরে তাকালাম।’
বিবিসি