মন্তব্য
চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আরডেম পাতাপৌতিয়ান।
‘তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের কারণে’ তাদের এ পুরস্কার দেওয়া হয়।
মানবদেহে যে নার্ভ সেন্সরের কারণে আমাদের শরীর তাপ ও স্পর্শ অনুভব করতে পারে, সেই রিসেপ্টর শনাক্ত করতে পেরেছেন তাঁরা। তাদের আবিষ্কারকে কাজে লাগিয়ে ক্রনিক ব্যথাসহ নানা ধরনের রোগের চিকিৎসা উদ্ভাবনের চেষ্টা চলছে।