মন্তব্য
২০২১ সালের সেপ্টেম্বর মাসের 'প্রেস ফ্রিডম ফর উইমেন জার্নালিস্টস' প্রতিবেদন প্রকাশ করেছে দ্য কোয়ালিশন ফর উইমেন ইন জার্নালিজম (সিএফডব্লিউআইজে)।
এই এক মাসে নারী সাংবাদিকদের ওপর ৬১টি নির্যাতনের ঘটনা নথিভূক্ত করেছে সিএফডব্লিউআইজে।
নিপীড়নের সেইসব ধরনের মধ্যে রয়েছে- আটক রাখা, সরাসরি হয়রানি করা, অনলাইনে হয়রানি করা, মাঠপর্যায়ে কাজের ক্ষেত্রে শারীরিক নির্যাতন, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ট্রোল করা ইত্যাদি।
বিয়ানেট