শরীরের গোপন অংশে মাদক ছিল মুনমুনের!

০৫ অক্টোবর ২০২১

প্রমোদতরীর পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গেই গ্রেপ্তার হওয়া মুনমুন ধমেচার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক।

শাহরুখ-তনয়ের সঙ্গে মুনমুনের 'গাঢ় বন্ধুত্ব' রয়েছে। 

মধ্য প্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল।  ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় তিনি।


মন্তব্য
জেলার খবর