মন্তব্য
সহিংসতায় নিহত কৃষক পরিবারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে উত্তর প্রদেশের সহিংসতা কবলিত লখিমপুরের খিরিতে যাওয়ার পথে আটক হন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা প্রিয়াঙ্কা গান্ধী।
লখনৌ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে সীতাপুরে তাকে আটক করে সেখানকার একটি গেস্ট হাউজে রাখে পুলিশ।
পুলিশের রাখা গেস্ট হাউজের মেঝে ঝাড়ু দেন প্রিয়াঙ্কা গান্ধী। কারণ কক্ষটি নোংরা ছিল বলে নিজেই তা পরিষ্কার করেন।
এনডিটিভি