দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইমরান খান

০৫ অক্টোবর ২০২১

ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টকস (আইসিআইজে) এর ফাঁস করা প্যান্ডোরা পেপার্সে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার দুই সদস্যের নাম। তারা হলেন পানি সম্পদ মন্ত্রী মুনিস ইলাহি এবং অর্থমন্ত্রী শওকত তারিন।

এছাড়া সাতশ’র বেশি পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে ওই নথিতে। এর মধ্যে রয়েছে কয়েক জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরাও। এছাড়া আছেন ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের দাতাদের পরিবারের সদস্য এবং বিরোধী রাজনীতিকদের পরিবার।

ইমরান খান বলেছেন, প্যান্ডোরা পেপার্সে নাম আসা সব পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধেই তদন্ত হবে। আর যদি অন্যায় পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য
জেলার খবর