মন্তব্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বান্ধবী সভেৎলানা ক্রিভোনোগিখর গোপন সম্পদের তথ্য ফাঁস হয়েছে।
পুতিনের প্রভাবকে কাজে লাগিয়ে রাশিয়া থেকে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছেন তিনি। ইউরোপের মোনাকোতে সেভেৎলানার চার ফ্লোরের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। সেভেৎলানার ১০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।
ক্রিভোনোগিখ পড়াশোনা করেছেন বাণিজ্য বিষয়ে। একসময় দোকানে পরিচ্ছন্নতাকর্মীর কাজও করেছেন।