বাড়ছে পোশাক রফতানির আয়

০৫ অক্টোবর ২০২১

করোনার ধাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের তৈরি পোশাক খাত পুনরুদ্ধারের গতি যথেষ্ট বেগ পেয়েছে। বিশ্বে ব্যবসা-বাণিজ্য সচল হওয়ায় আগের চেয়ে বাড়ছে ক্রয় আদেশ, বাড়ছে রফতানি আয়। সময়ের তুলনায় আগের অর্থবছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি অর্থবছরের সেপ্টেম্বরে রফতানি বেড়েছে ১০০ কোটি ডলার, শতকরার হিসাবে প্রবৃদ্ধি ৪১ দশমিক ৬৬। সোমবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্যমতে, জুলাইয়ের এ  প্রবৃদ্ধি  ছিল নেগেটিভ- মাইনাস ১১ শতাংশ।  আগস্টে  প্রবৃদ্ধি দাঁড়ায় ১১ দশমিক ৫৪ শতাংশ। সেপ্টেম্বরে পোশাক রফতানি হয়েছে ৩৪১ কোটি ৮৮ লাখ ইউএস ডলার। আগের সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ২৪১ কোটি ৩৪ লাখ ইউএস ডলার। চলতি অর্থবছরের  তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৯০৫ কোটি ৯৪ লাখ ডলারের তৈরি পোশাক পণ্য রফতানি হয়েছে।

তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলেছন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তৈরি পোশাক খাত। সেই ক্ষতিটা এখন কাটিয়ে পুনরুদ্ধারের চেষ্টা চলছে। বিশ্বে ব্যবসা-বাণিজ্য সচল হওয়ায় পোশাকের চাহিদা বাড়ছে, আসছে নতুন অর্ডার। রফতানি আয় বৃদ্ধির এটাই কারণ।

এমকে


মন্তব্য
জেলার খবর