দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। তবে কমেছে দৈনিক শনাক্তের হার। মারা গেছেন ২৩ জন, করোনা শনাক্ত হয় ২ দশমিক ৭২ শতাংশ নমুনায়। তার আগের ২৪ ঘণ্টায় মারা যায় ১৮ জন, শনাক্তের হার ছিল ৩ দশমিক ১৯। স্বাস্থ্য অধিদফতরের সোমবার ও মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে মিলেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৬৯৪ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৮ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬১৪ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন। ৯৮ লাখ ৪৪ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৫ দশমিক ৮৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৪২২টি, পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৪৯৯টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ জন,নারী ৮ জন। বিভাগের মধ্যে ঢাকার ১৩ জন, চট্টগ্রামের ৫ জন, খুলনার ২ জন, ১জন করে রাজশাহীর,বরিশাল ও ময়মনসিংহ মিলে ৩ জন। সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে ২ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন।
এমকে