বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাজ সাজ রব চলছে। কারণ আগামীকাল বুধবার প্রতিষ্ঠানটির নির্বাচন। ইতোমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘যাদের দ্বারা ক্রিকেটের জন্য ভালো হবে, তাকেই ভোট দেবেন। কে হারলাম, কে জিতলাম—তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সব এক।’
বোর্ডে নতুন মানুষ আসা দরকার উল্লেখ করে পাপন বলেন, ‘ভালো ভালো মানুষ আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত। (অথচ) যে পরিমাণ আসার কথা ছিল, সে পরিমাণ কিন্তু আসেননি। কাউন্সিলের যাকে ভালো মনে করবেন, তাকে ভোট দেবেন। আমি আপনাদের একটা কথাই বলব আমি খুব খুশি। আমার কোনো সমস্যা নেই।’
তিনি আরো বলেন, ‘একটা অনুরোধই করব কে কোন দল, কোন গ্রুপ, কে কার মানুষ সব ভুলে গিয়ে আপনারা যাকে মনে করবেন সঠিক ব্যক্তি, যাদের দ্বারা ক্রিকেটের জন্য ভালো হবে, তাকেই ভোট দেবেন।
আরআই