ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নেয়া কখনই সহজ হয় না ভারতের। সাফ চ্যাম্পিয়নশিপে সোমবার জামাল ভূঁইয়াদের কাছে আরেকবার নাকানি চুবানি খেয়েছে তারা। ১০ জনের বাংলাদেশের কাছে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
খেলার প্রথমার্ধে ভারতই প্রথম গোল করে। সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে খেলতে গোল পরিশেঅধ করে সমতায় ফেলে বাংলাদেশ। ম্যাচের ৭৪ মিনিটে সমতাসূচক গোলটি করেন ইয়াসিন। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
সাফ ফুটবলে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ সেখানে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। এছাড়া এদিন ১০ জনের দল নিয়ে খেলে জামাল ভুঁইয়ারা। তবুও জয় ছিনিয়ে নিতে পারেনি ভারত। নতুন কোচের নেতৃত্বে শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ০-১ গোলের জয় পায় জামাল ভূঁইয়ারা।
আরআই